2127

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

2017-09-13 23:50:07

রোহিঙ্গা গণহত্যা ও আরাকানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনের ডাক দিয়েছেন।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সন্ত্রাস বিরোধী রাজু ভাষ্কর্যের পাদদেশে সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

গত কয়েক সপ্তাহ যাবত মিয়ানমারের মুসলিম অধ্যুষিত প্রদেশ আরাকানে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা করছে সে দেশের সরকারি বাহিনী। বিভিন্ন দেশ, দল ও আন্তর্জাতিক সংস্থার চাপ সত্ত্বেও অবস্থার উন্নতি হচ্ছে না। জাতিসংঘ ইতিমধ্যে উদ্বেগ জানালেও মিয়ানমার সরকার তাদের অবস্থান থেকে সরে আসছে না।

পার্শ্ববর্তী দেশ হওয়ায় বাংলাদেশে প্রায় ৩ লাখ রোহিঙ্গা ঢুকে পরেছে। বাংলাদেশ ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এহেন পরিস্থিতিতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আরাকানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিল, যা মিয়ানমার সরকারের প্রতি আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

মানবন্ধনের আহ্বায়ক সমাজ কল্যাণ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন ।  

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]