21334

বৈশ্বিক ‘থিঙ্কট্যাংকের’ তালিকায় ব্র্যাক ইউনিভার্সিটির বিআইডিজি

বৈশ্বিক ‘থিঙ্কট্যাংকের’ তালিকায় ব্র্যাক ইউনিভার্সিটির বিআইডিজি

2021-02-07 22:37:20

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ‘গ্লোবাল গো টু থিঙ্কট্যাংক ইনডেক্স রিপোর্ট’–এ জায়গা পেয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্টে ট্রান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্ন্যান্স থিঙ্কট্যাংকস ক্যাটাগরিতে ৪০তম ও সোশ্যাল পলিসি থিঙ্কট্যাংকসে ১২০–এ জায়গা করে নিয়েছে বিআইজিডি।

২০০৬ সাল থেকে প্রতি বছর পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের থিঙ্কট্যাংক অ্যান্ড সিভিল সোসাইটি প্রোগ্রাম (টিটিসিএসপি) রিপোর্টটি প্রকাশ করে। বিশ্বের সব গবেষণা প্রতিষ্ঠান ও গবেষকদের অঞ্চল, গবেষণার বিষয়বস্তু এবং অর্জনের ওপর ভিত্তি করে রিপোর্টটি করা হয়। এতে প্রায় চার হাজার নীতিনির্ধারক, সাংবাদিক, সরকারি-বেসরকারি দাতা সংস্থা, কার্যকর ও আঞ্চলিক বিশেষজ্ঞদের মতামতকে মূল্যায়ন করা হয়। এরপর পেশাদার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি প্যানেল পর্যালোচনা ও নিরীক্ষা করে মূল র‍্যাঙ্কিং প্রকাশ করে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি সুশাসন বিকাশে উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে সুষ্ঠু সমাজব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করে। এতে গবেষণাকে ব্যবহার করে নীতিনির্ধারণে ভূমিকা রাখা ও উন্নয়নে গুণগত শিক্ষা কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়। বিআইডিজির এই স্বীকৃতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ভিনসেন্ট চ্যাং জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত এবং বৈশ্বিকভাবে প্রভাব ফেলতে সক্ষম, এমন গবেষণা ও প্রকল্পে যুক্ত হতে তারা বদ্ধপরিকর।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) সুশাসনের বিকাশে উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে সুষ্ঠু সমাজব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করে। এখানে গবেষণাকে ব্যবহার করে নীতিনির্ধারণে ভূমিকা রাখার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নে গুণগত শিক্ষা কর্মসূচিও পরিচালিত হয়। বিআইজিডির মূল দক্ষতা হলো উচ্চমানের মাঠ-গবেষণা, যেটি সরকার এবং অন্যান্য সহযোগী সংস্থার সঙ্গে মিলে নানা পদ্ধতিতে করা হয়ে থাকে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিষ্ঠান—ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজ (আইজিএস) ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) এক হয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বিআইজিডি। এরপর ২০১৮ সালে ব্র্যাকের অভ্যন্তরীণ গবেষণা প্রতিষ্ঠান আরইডি (রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন) বিআইজিডিসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়। বিজ্ঞপ্তি

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]