21335

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ

2021-02-07 22:43:08

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে হারলো স্বাগতিক বাংলাদেশ।

পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে জয় পেত ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ৩৯৫ রান। আর জেতার জন্য সফরকারীদের দরকার ছিল ২৮৫ রান। আর চতুর্থ ইনিংসে অভিষেক ম্যাচে মায়ার্সের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে জয়ের স্বাদ পায় উইন্ডিজ।

এর আগে অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শনিবার চতুর্থ দিনের শেষ সেশনের সুযোগ মোটামুটি কাজে লাগায় ওয়েস্ট ইন্ডিজ। তিন টপ অর্ডারকে হারালেও ১১০ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দিন শেষ করে সফরকারীরা।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com