21405

ঢাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের অবস্থানের চেষ্টা, পুলিশি বাধায় পণ্ড

ঢাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের অবস্থানের চেষ্টা, পুলিশি বাধায় পণ্ড

2021-02-16 21:00:12

তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশের বাধায় তারা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারেনি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করে। পরে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা তাদের এখান থেকে সরে যেতে বলে। সাত কলেজের শিক্ষার্থীরা সরে যেতে না চাইলে পুলিশ ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ কয়েকজনকে আটকেরও চেষ্টা করে।

এ ব্যাপারে জানতে চাইলে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, আমরা তিন দফা দাবি নিয়ে রাজুতে মানবববন্ধন ও অবস্থান করতে এসেছিলাম যাতে আমরা আমাদের বিষয়ে ঢাবি প্রশাসনের সিদ্ধান্ত জানতে পারি। কিন্তু আমাদের সেই যৌক্তিক আন্দোলনে পুলিশ ও প্রক্টোরিয়াল টিম বাধা দেয়। তারা আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে। আমরা এখন আপাতত আমাদের কার্যক্রম স্থগিত করেছি। আমরা পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা করবো।

ইডেন কলেজের শিক্ষার্থী প্রিয়াঙ্কা আক্তার বলেন, আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ন্ত্রণ করবে। আবার, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আসলে তারাও আমাদের কথার কোনো কর্ণপাত করেনা। তাহলে আমরা কার কাছে যাবো!

প্রসঙ্গত, অনেক দিনযাবৎ সাত কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে আসছে। দাবিগুলো হচ্ছেঃ অনার্স ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সেশনের করােনাকালীন দিক বিবেচনা করে এবং দীর্ঘ ১১ মাস পর ফলাফল প্রকাশে বিলম্বিত হওয়ায় ৩ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে বিশেষ পরীক্ষার মাধ্যমে সুযােগ দেওয়া, করােনা কালীন সময় বিবেচনা করে সিলেবাস সংক্ষিপ্ত করা এবং পরীক্ষার প্রশ্ন নাম্বার পদ্ধতি তে পরিবর্তন আনা, সেমিস্টার পদ্ধতি চালু করা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]