21504

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের আনন্দ মিছিল

2021-03-01 02:01:33

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জন করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজ ২৮ ফেব্রয়ারী রবিবার বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুনের সঞ্চালনায় উক্ত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আনন্দ মিছিলে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শোয়েব হোসেন, কামরুজ্জামান রাজু, রাজ মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ্র মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন বলেন, "আগামী ২৬ মার্চ ২০২১। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছরে স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেল বাংলাদেশ। এই স্বীকৃতি বাঙালি জাতি ও দেশের জন্য গৌরব এবং সম্মানের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদযাপন সামনে রেখে এই অর্জন এক ঐতিহাসিক মূহুর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার কারণে এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে। দীর্ঘ ৫০ বছরে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্যে পৌঁছানোর রূপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে তরুণ প্রজন্মের পক্ষ থেকে উষ্ণ অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এই অর্জন পুরো বাঙ্গালি জাতির অর্জন। পশ্চিমা বিশ্বের তলাবিহীন ঝুড়ির বাণীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ সুখী-সমৃদ্ধ উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে এসে বিশ্বকে আজ তাক লাগিয়ে দিয়েছে।"

আল মামুন আরোও বলেন, "আমরা তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে চাই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, আরোও অনেক দূর এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের পরাজিত পাকিস্তানি অপশক্তির দোসররা নানাবিধ ষড়যন্ত্র চলমান রেখেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির রাষ্ট্র বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা তরুণ প্রজন্ম সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পাশে আছি।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]