21505

বুয়েট থেকে গুগলে

বুয়েট থেকে গুগলে

2021-03-01 03:08:43

অনিক সরকার। ডাক পেয়েছেন গুগলে। বর্তমানে কাজ করছেন গুগলের ইউরোপিয়ান হেডকোয়ার্টার আয়ারল্যান্ডের ডাবলিনে। অনিক ২০১৪ সালের বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া থেকে শুরু করে গুগলের ইউরোপীয় হেডকোয়ার্টারে যোগ দেওয়ার যাত্রাপথ ছিল সাফল্যমণ্ডিত।

বাবা জীবেন্দ্রনাথ সরকার এবং মা অর্চনা সরকারের একমাত্র সন্তান অনিক। অনিকের জন্ম এবং বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামে। শিল্পের রাজ্যে কোডিংয়ের রাজার যে জন্ম হবে এ কে জানত! শহুরে বাচ্চার মতোই সাদামাটা শৈশব কেটেছে তার। চট্টগ্রামের কলেজিয়েট স্কুলের গণ্ডি পেরিয়ে অনিক ভর্তি হয় চট্টগ্রাম কলেজে। তবে ক্লাসে মনোযোগ ছিল কম। স্যারদের কোচিং আর কলেজ সংলগ্ন প্যারেড মাঠে কেটে যেত দিন। যে কোনো বিষয় বই থেকে খুঁজে নিখুঁত করে পড়ার অভ্যাস অনিকের তৈরি হয় তখন।

অনিকের কাছে তার শৈশবের কথা জানতে চাইলে বলেন, 'আমার বড় কোনো স্বপ্ন নেই। তবে মানুষের জন্য কাজ করতে চাই।'

কলেজের করিডোর পেরিয়ে অনিক পরিবারসহ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চলে আসে ঢাকায়। চট্টগ্রামের তুখোড় অনিক ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হাজারো শিক্ষার্থীর স্বপ্নের বিদ্যাপীঠ বুয়েটে প্রথম স্থান অধিকার করেন। শুধু তাই-ই নয়, এর পাশাপাশি ঢাবিতে ২১তম স্থান অর্জনের পাশাপাশি মেডিকেলেও সুযোগ করে নেন।

বুয়েটে পড়া ছিল অনিকের জীবনে টার্নিং পয়েন্ট। খুব ইন্ট্রোভার্ট ছেলেটা হঠাৎ করেই ভীষণ এক্সট্রোভার্ট হয়ে যান। সবার সঙ্গে মিশতে শেখা, বড় প্ল্যাটফর্মে নিজেকে উপস্থাপন করার কায়দা অনিক শিখেছেন বুয়েটে পড়ায় সময়। পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংও করেছেন অনিক। স্বপ্নবাজ অনিক স্বপ্ন দেখেন দেশ নিয়ে। দেশের মানুষকে নিয়ে। একদিন সেই স্বপ্ন পূরণ হবে- এমনটাই আমাদের প্রত্যাশা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]