21619

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা

2021-03-14 18:13:02

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নেনদাজকে বহনকারী একটি মিনিবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির পাতাগোনিয়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা তার গাড়ি ঘিরে ধরে লোকজন। তারা গাড়িতে পাথর ছুড়েছে।

দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট আলবার্তো। দাবানলের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

সম্প্রতি চুবুত এলাকায় সরকার পুণরায় খনি খননের পরিকল্পনা করছে সরকার। এর বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছে ওই এলাকার মানুষ। সরকারের এমন প্রস্তাবে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওই এলাকা স্বর্ণ, রুপা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ। তাই বিশাল এলাকাজুড়ে পুনরায় খননের পরিকল্পনা করা হচ্ছে।

একটি ফুটেজে দেখা গেছে লোকজন কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হচ্ছে। সে সময় গাড়ি থেকে নামছিলেন আলবার্তো। লোকজন তাকে অনুসরণ করে গাড়িতে পাথর ছুড়তে থাকে। হামলায় গাড়ির কাঁচ ভেঙে গেছে। হামলাকারীরা গাড়ির পথ রোধ করে রেখেছিল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]