21772

কর্মহীন অসহায় মানুষের মাঝে মুক্তিযুদ্ধ মঞ্চের মাস্ক ও খাবার বিতরণ

কর্মহীন অসহায় মানুষের মাঝে মুক্তিযুদ্ধ মঞ্চের মাস্ক ও খাবার বিতরণ

2021-04-06 23:49:06

"আর্ত মানবতার সেবায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ"- শ্লোগানকে সামনে রেখে আজ ৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে করোনা ভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ শুরু করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, চকবাজার থানা শাখার সভাপতি আশরাফ উদ্দিন স্বাধীন, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন, হাতিরঝিল থানার সভাপতি সোহরাব শেখ তামিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মাস্ক ও খাবার বিতরণ কর্মসূচীর শুরুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, "দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে ঢাকা শহরে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গত বছরের ন্যায় এবারও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একবেলা খাবারের ব্যবস্থা করার মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"

"প্রায় ৫০০ জন ছিন্নমূল, রিক্সাচালক ও পথশিশুর মাঝে আজ মাস্ক এবং খাবার বিতরণ করা হয়েছে। লকডাউন চলাকালীন এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের বিত্তশালীদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর সকল ইউনিট দেশব্যাপী এই মানবিক কার্যক্রম চলমান রাখবে।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]