21783

সিপিবি নেতা ডাকসুর সাবেক জিএস মোর্শেদ আলীর মৃত্যু

সিপিবি নেতা ডাকসুর সাবেক জিএস মোর্শেদ আলীর মৃত্যু

2021-04-08 00:28:03

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলী মারা গেছেন।

বুধবার সকাল সাড় ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয় বলে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন।

তিনি বলেন, মোর্শেদ আলী নানা জটিলতায় ভুগছিলেন। আট দিন ধরে তিনি বিএসএমএমইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

প্রিন্স জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মোর্শেদ আলীর মরদেহ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে। তারপর মরদেহ পাবনার ইশ্বরদীতে নেয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

অবস্থা বুঝে ঢাকা অথবা ঈশ্বরদীতে গার্ড অব অনার এবং জানাজার আনুষ্ঠানিকতা সারা হবে বলেও তিনি জানান।

গত ২৬ মার্ট মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় মোর্শেদ আলীকে। মোর্শেদ আলী ৬৬-৬৭ সালে ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন।

মোর্শেদ আলী সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য, সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

উনসত্তুরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলন, শ্রমিক ও কৃষক আন্দোলনে অংশ নিয়েছেন মোর্শেদ।

মুক্তিযুদ্ধের পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগরে কমিউনিস্ট পার্টির মুখ্য নেতা হিসেবে কাজ করেছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]