21810

হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান করোনায় আক্রান্ত

হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান করোনায় আক্রান্ত

2021-04-10 12:47:29

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সভাপতি মোহন ভাগবত। শুক্রবার (১০ এপ্রিল) রাতে আরএসএসের পক্ষ থেকে করা এক টুইটে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে বলা হয়, কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

এর আগে, গত ৭ মার্চ নাগপুরের ক্যান্সার ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মোহন ভাগবত। পরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে তার।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ভারতের একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী, আধাসামরিক ও বেসরকারি স্বেচ্ছা-সেবক সংগঠন। আরএসএস স্বেচ্ছাসেবকেরা ভারতের স্বাধীনতা আন্দোলন-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে অংশ নিয়ে ভারতের একটি অগ্রণী হিন্দু জাতীয়তাবাদী সংগঠনে পরিণত হয়েছে। সংগঠনটির বর্তমান সভাপতি মোহন ভাগবত ও সাধারণ সুরেশ ভাইয়াজি জোশিও।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]