21811

মিশরে খোঁজ মিলল ৩ হাজার বছরের পুরাতন নগরীর

মিশরে খোঁজ মিলল ৩ হাজার বছরের পুরাতন নগরীর

2021-04-10 13:39:45

মিশরের বালি খুঁড়ে তিন হাজার বছর আগের একটি হারিয়ে যাওয়া পুরাতন নগরীর সন্ধান পাওয়া গেছে, যেখানে ফারাওরা বসবাস করতেন।

প্রত্নতাত্ত্বিকরা একে তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন।

বিবিসি জানায়, খ্যাতিমান ইজিপ্টলোজিস্ট জাহি হাওয়াস বৃহস্পতিবার নীল নদের পূর্ব পাড়ের নগরী লাক্সরের কাছে ‘লস্ট গোল্ডেন সিটি’ আবিষ্কারের ঘোষণা দেন।

তিনি বলেন, এটা মিশরে আবিষ্কার হওয়ার সব থেকে বড় পুরাতন নগরী। যেটি ‘আতেন’ নামে পরিচিত।

যেখানে এই নগরীর সন্ধান পাওয়া গেছে সেখান ২০২০ সালের সেপ্টেম্বর থেকে খোঁড়াখুঁড়ি শুরু হয়।

ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপের আমলে এই নগরীর গোড়াপত্তন হয়। সবথেকে শক্তিশালী ফারাও রাজাদের একজন তৃতীয় আমেনহোতেপ খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫৩ পর্যন্ত রাজত্ব করেন।
ফরাও রাজা এওয়াই এবং তুতেনখামেনও এই নগরী ব্যবহার করেছেন।

এই নগরীর কাছেই ১৯২২ সালে তুতেনখামেনের সমাধি আবিষ্কার হয়।

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জন্স হপকিন্স ইউনিভার্সিটির ইজিপ্টলোজি বিভাগের অধ্যাপক বেটসি ব্রিয়ান বলেন, ‘‘হারিয়ে যাওয়া এই নগরীর আবিষ্কার তুতেনখামেনের সমাধির পর দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।”

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]