21984

নির্বাচনী দায়িত্ব পালন: করোনায় প্রাণ গেল কয়েক শ শিক্ষকের

নির্বাচনী দায়িত্ব পালন: করোনায় প্রাণ গেল কয়েক শ শিক্ষকের

2021-05-04 02:45:20

নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সরকারি স্কুলের কয়েক শ শিক্ষক। উত্তর প্রদেশের শিক্ষকদের একটি সংগঠন গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।

হিন্দস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় উত্তর প্রদেশের চার দফার পঞ্চায়েত নির্বাচন। ৮ লাখ ৫০ হাজার পঞ্চায়েতের নির্বাচন শেষ হয় গত বৃহস্পতিবার। নির্বাচনে ৬৯ হাজার সহকারী শিক্ষক দায়িত্ব পালন করেন। আজ রোববার থেকে সেখানে ভোট গণনা হচ্ছে। এ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কয়েক শ শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হিন্দস্তান টাইমস মৃত শিক্ষকের সংখ্যা ৭০০ এবং ইন্ডিয়া টুডের খবরে মৃতের সংখ্যা ৫৭৭ বলা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধান নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে উত্তর প্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ। তারা সেই চিঠিতে জানিয়েছে, নির্বাচনে করোনায় দায়িত্ব পালন করতে প্রাণ হারিয়েছেন শিক্ষকেরা। শিক্ষকদের নামের তালিকা চিঠিতে আছে। তাঁরা পঞ্চায়েত নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ ও ভোট গ্রহণের সময় আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণে ভারতে কয়েক সপ্তাহ ধরে নতুন রেকর্ড হচ্ছে, এ অবস্থায় নির্বাচন ও কুম্ভমেলার মতো গণজমায়েতের সিদ্ধান্ত সঠিক ছিল না বলে সমালোচিত হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের বড় রাজ্যগুলোর মধ্যে উত্তর প্রদেশ অন্যতম এবং করোনায় বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যেও অন্যতম। এ পরিস্থিতিতে রাজ্যটির মাধ্যমিক স্কুল শিক্ষকদের সংগঠন ভোট গণনা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। এ সংগঠনের মুখপাত্র ড. আর পি মিশরা গণমাধ্যমকে বলেছেন, ‘এরই মধ্যে আমরা আমাদের সাত শতাধিক সহকর্মীদের হারিয়েছি নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে। এখন ভোট গণনা করতে গেলে একই অবস্থা হবে।

কমপক্ষে ১৫ হাজার শিক্ষক মধ্যপ্রদেশ রাজ্যে নির্বাচনী দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই অজপাড়াগাঁয়ে দায়িত্ব পালন করেছেন, যেখানে ন্যূনতম স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]