22069

স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি মুক্তিযুদ্ধ মঞ্চের

স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি মুক্তিযুদ্ধ মঞ্চের

2021-05-18 23:59:05

গতকাল পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা কর্তৃক আটকে রেখে হেনস্তা এবং মামলা দিয়ে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে:

"পাশাপাশি সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার ধারাবাহিক দুর্নীতির তথ্য গণমাধ্যমে প্রকাশ করার কারণে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার শিকার হতে হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম জাতির বিবেক।"

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মো: আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একজন সাংবাদিককে আটকে রেখে লাঞ্ছিত করা কখনোই সভ্য মানুষের কাজ হতে পারে না। সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল অর্জনগুলোকে বিতর্কিত করার জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। খুব শীঘ্রই দুর্নীতিবাজ এই চক্রের মুখোশ উন্মোচন করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বঙ্গবন্ধুর বাংলায় কোন দুর্নীতিবাজদের জায়গা হবে না। রোজিনারা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ। আমরা অবিলম্বে সাংবাদিক হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজ কর্মকর্তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জাতির সামনে প্রকাশ করতে হবে।"

"আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচী ঘোষণা করবে।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]