22109

স্পেনের সর্বোচ্চ পুরস্কার পেলেন অমর্ত্য সেন

স্পেনের সর্বোচ্চ পুরস্কার পেলেন অমর্ত্য সেন

2021-05-28 13:33:22

স্পেনের সর্বোচ্চ পুরস্কার ‘প্রিন্সেস অব অস্টুরিয়াস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গত বুধবার তাকে এ সম্মানে ভূষিত করে স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন।

প্রিন্সেস অব অস্টুরিয়াস ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের মোট ২০টি দেশের ৪১ জন বিশিষ্ট ব্যক্তির মধ্য থেকে অমর্ত্য সেনকে সমাজবিজ্ঞান বিভাগে এই পুরস্কার দেয়ার জন্য বেছে নেয়া হয়েছে।

অমর্ত্য সেনের নাম মনোনীত করেছিলেন বার্সেলোনায় কাসা এশিয়ার ডিরেক্টর জেনারেল জেভিয়ার প্যারানডো। চলমান করোনা মহামারির কারণে এবার বিজেতার নাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেন বিচারকমণ্ডলী। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয়েছে জোয়ান মিরোর একটি মূর্তি, একটি প্রশংসাপত্র ও ৫০ হাজার ইউরো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ভিক্ষের ওপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণা এবং তার থিওরি অব হিউম্যান ডেভেলপমেন্ট জনহিতকর। গত কয়েক দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন তিনি। ৮৭ বছর বয়সী এই অর্থনীতিবিদ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারবাহিকভাবে লড়াই করছেন। তার কাজ কখনও প্রাসঙ্গিকতা হারাতে পারে না। অমর্ত্য সেনের অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তি হলো, সামাজিক সমৃদ্ধি কেবল অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেই নয়, উন্নয়নের সুযোগের ক্ষেত্রে বিশেষত দুর্বলদের ক্ষেত্রেও পরিমাপ করা উচিত।

উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেনকে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অব সুইডেন পুরস্কার (অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন। তিনিই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন।

প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে ভূষিত হন অমর্ত্য সেন। গত বছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৫০ সাল থেকে বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জার্মান বই প্রকাশক ও ব্যবসায়ীদের উদ্যোগে এই পুরস্কার দেয়া হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]