22151

সিলেট-৩ এর জন্য মনোননয়নপত্র নিলেন সাদরুল আহমেদ

সিলেট-৩ এর জন্য মনোননয়নপত্র নিলেন সাদরুল আহমেদ

2021-06-06 21:35:31

সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-দক্ষিণ সুরমা) সংসদীয় আসনের উপনির্বাচনের অংশ নেয়ার জন্য দলীয় মনোনয়নপত্র নিয়েছেন সংসদের সাবেক সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার (অব) সাদরুল আহমেদ খান। তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য।

শনিবার ( ৫ জুন) তিনি মনোনয়নপত্র নেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাহমুদ –উস –সামাদের মৃত্যুতে সিলেট-৩ আসনটি শুন্য হয়।

এবিষয়ে সাদরুল আহমেদ খান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এলাকার চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার লক্ষ্য নিয়েই এই জাতীয় নির্বাচনে আমার অংশ নেয়ার প্রচেষ্টা ।

তিনি বলেন, আমি দীর্ঘ সময় বাংলাদেশের গর্ব সশস্ত্র বাহিনীতে কর্মরত থেকে দেশ সেবার সুযোগ পেয়েছি। আমার সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাসী দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলেছে। আমি যেকোন ত্যাগ স্বীকার করে দেশ সেবার দায়িত্ব নিতে সর্বদা প্রস্তুত।

তিনি বলেন, জাতীয় সংসদে ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে প্রেষনে নিয়োজিত ছিলেন। পার্লামেন্টারি প্র্যাকটিস, প্রিভিলেজ এন্ড ডিসিপ্লেন, পার্লামেন্টারি বাজেট, পার্লামেন্ট সেশন, স্টান্ডিং কমিটি, ইন্টার পার্লামেন্টারি এ্যাফেয়ারস, আইন প্রণয়ন কার্যাবলী ইত্যাদি যাবতীয় বিষয়ে আমার স্বচ্ছ ধারনা রয়েছে ।

জানা যায়, তার বাবা মরহুম আব্দুল লতিফ খান বঙ্গবন্ধুর একজন একনিষ্ঠ কর্মী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন । ৭৫ পরবর্তী সেনাশাসনে তিনি একাধিকবার কারাবরণ করেন এবং প্রকাশ্যে জনসম্মুখে নির্যাতিত হয়েছিলেন। ১৯৭৬ সাল থেকে ১৯৯৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুলাউড়া থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

প্রসঙ্গত, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন (বুধবার)। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪ জুন (বৃহস্পতিবার)।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]