22197

বাবার মোবাইল হাতে পড়েছিলো তিন বছরের শিশুকন্যার

বাবার মোবাইল হাতে পড়েছিলো তিন বছরের শিশুকন্যার

2021-06-25 18:44:14

বাবার মোবাইল হাতে পড়েছিলো তিন বছরের শিশুকন্যার। সেটি নিয়েই খুদে হাতে ঘাঁটাঘাঁটি। ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যেই বাসায় এসে হাজির ১০০ বাটি নুডলস। একসঙ্গে এতো নুডলস দেখে হকচকিত হয়ে পড়েন শিশুটির বাবা। পরে বুঝতে পারেন ঘটনাটি আদতে কী ঘটেছে।

চীনের জিলিনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মালয় মেইল।

সেখানে বলা হয়, ওই শিশুর বাবা প্রথমে ভেবেছিল তার মেয়ে নুডলসগুলো জিতেছে। তবে মোবাইল ফোন চেক করে বুঝতে পারেন কী হয়েছে। তিনি দেখেন যে, তার মেয়ে ভুলে ১০০ বাটি নুডুলসের অর্ডার দিয়েছে।

কেন এতো নুডলসের অর্ডার এমন প্রশ্নের জবাবে নাকি শিশুটি বাবাকে জানিয়েছে, সে ক্ষুধার্ত ছিল।

এদিকে শিশুটির পরিবার জিলিনের একটি ভবনের ১৩ তলায় থাকেন। ১০০ বাটি নুডুলস সেখানে নিতে ডেলিভারি ম্যানের সাতবার ওঠা-নামা করতে হয়েছে।

পরে ঘরভর্তি নুডুলস বাটিসহ একটি ভিডিও আপলোড করেন ওই ব্যক্তি। তা ভাইরালও হয়।

ওই ব্যক্তি জানান, ভাগ্য ভালো যে তার মেয়ে ১০০ বাটি নুডুলস অর্ডার করেছে। যদি সে আরও একটি শূন্য বেশি লিখতো তাহলে আমাদের ঘরে এত নুডুলস রাখার জায়গা হতো না।

পরে আট বাটি নুডুলস নিজের পরিবারের জন্য রেখে বাকিগুলো ওই এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে বিতরণ করে দেন ওই ব্যক্তি।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com