22466

করোনা উপসর্গ নিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

2021-07-30 01:10:27

করোনা উপসর্গ নিয়ে তানজিদা মোরশেদ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে মারা যান তিনি। পরে বেলা সাড়ে ১১টার দিকে হালিশহর বিহারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। তিনি বলেন, সে মাস্টার্সের পরীক্ষার্থী ছিল। রেজাল্টেও প্রথম দিকে ছিল। তার সহপাঠীরা বলছে, অনেক হেল্পফুলও ছিল তানজিদা।

তানজিদা মোরশেদের গ্রামের বাড়ি রাজশাহীতে। পরিবারের সঙ্গে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন।

তানজিদা মোরশেদের সহপাঠী মো. শওকত আলী বলেন, ‘ঈদুল আজহার দুই একদিন আগ থেকে তানজিদার জ্বর ও কাঁশি ছিল। গত সোমবার থেকে তা বেড়ে যায়। বুধবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।’

জানা যায়, কয়েকবছর আগে তার বাবা মারা গেছে। সেই পরিবারের একমাত্র অবলম্বন ছিল। এমতাবস্থায় বিপাকে পড়েছে ওই শিক্ষার্থীর পরিবার।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]