22658

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

2021-09-01 19:50:11

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টিতে খেলবেন না তামিম ইকবাল। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা অভিজ্ঞ ওপেনার বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন। তবে লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার দুপুরে ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তামিম। তার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে তিনি জানিয়ে দেন নিজের ভাবনা।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের মাঠের বাইরে আছেন তামিম। তার পুনবার্সন চলছে। বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com