22666

র‍্যাংকিংয়ে বিশ্বসেরা ৮০১-১০০০-এ ঢাকা বিশ্ববিদ্যালয়

র‍্যাংকিংয়ে বিশ্বসেরা ৮০১-১০০০-এ ঢাকা বিশ্ববিদ্যালয়

2021-09-04 01:40:46

৫ বছর পর এবার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান হয়েছে দেশসেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তালিকায় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান।

এর আগে ২০১৬ সালে এই র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০ এর মধ্যে। এরপর ২০১৭ সালে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ের জায়গা হয়নি দেশের কোন বিশ্ববিদ্যালয়ের।

একবছর পর ২০১৮ সালে ঢাবি পিছিয়ে ১০০০ এর পর চলে যায়। এরপর ২০১৯, ২০২০ এবং ২০২১ সালেও সেরা ১০০০ এর তালিকায় ঢুকতেই পারেনি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২২-এ দেখা যায়, ৮০১ থেকে ১০০০ এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি); তালিকায় ১০০১ থেকে ১২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। প্রথমবারের মতো তালিকায় স্থান করে নিয়ে লাভ করায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বাকৃবির সব অ্যালামনাই উচ্ছ্বসিত ও আনন্দিত।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, এ সাফল্যে আমরা উচ্ছ্বসিত। আগামীতে বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এবারের র‌্যাংকিয়ে পিছিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গত বারের চেয়ে ২০০ ধাপ পিছিয়ে এবার ১২০০-এর পর অবস্থান বিশ্ববিদ্যালয়টির।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২২-এ ১ হাজার ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০০০ এর পর দেশের দুটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছিল। এ দুটি বিশ্ববিদ্যালয় হলো-ঢাবি ও বুয়েট।

এদিকে, গত ৫ বছর ধরে এক নম্বরে থাকা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবারও তালিকায় সবার উপরেই রয়েছে। এরপর সেরা ৫-এ রয়েছে যথাক্রমে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলোজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বিশ্বজুড়ে যে কয়েকটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং প্রকাশ করে থাকে। তাদের মধ্যে মূলত টাইমস হায়ার এডুকেশন, কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) এবং সাংহাই গ্লোবাল র‍্যাংকিংয়ের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

বাংলাদেশ সরকারও বিভিন্ন স্কলারশিপ যেমন প্রধানমন্ত্রী ফেলোশিপ একমাত্র টাইমস হায়ার এডুকেশনের র‍্যাংকিংকেই বিবেচনায় নিয়ে থাকে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]