22725

আজিমপুর গভর্নমেন্ট কলেজে আবর্জনা: প্রিন্সিপাল সাময়িক বরখাস্ত

আজিমপুর গভর্নমেন্ট কলেজে আবর্জনা: প্রিন্সিপাল সাময়িক বরখাস্ত

2021-09-12 18:12:56

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে দেশের স্কুল-কলেজের পাঠদান কার্যক্রম। এর প্রস্তুতি হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা সঠিকভাবে পালন না করে শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ওই অধ্যক্ষের নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি।’

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। এসব নম্বরে ফোন করে যদি কেউ জানান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা আছে; আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]