22769

রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৫

রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৫

2021-09-20 21:53:00

রাশিয়ার পূর্বাঞ্চলের শহর পার্মের একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। গুলির পরপরই বন্দুকধারী ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে মস্কো থেকে ১৩শ কিলোমিটার পূর্বে অবিস্থত পিয়ার্ম স্টেট ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির প্রেস সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় ছাত্র ও শিক্ষকরা শ্রেণিকক্ষের ভেতরে দরজা বন্ধ করে অবস্থান নিয়েছিলেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনের একতলার জানালা দিয়ে নিচে লাফ দিচ্ছেন।

এ রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারী সেই বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]