22868

রাবি ভর্তি পরীক্ষার 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ

রাবি ভর্তি পরীক্ষার 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ

2021-10-10 22:21:45

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. তারেক নুর ক্যাম্পাস টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টায় ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর গোলাম সাত্তার সাব্বির তাপু, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রসেসর সুলতান মাহমুদ টিপু, ছাত্র উপদেষ্টা মো. তারেক নুর, ভারপ্রাপ্ত প্রক্টর প্রসেসর লিয়াকত আলীসহ বিজ্ঞান , কৃষি প্রকৌশল , জীববিজ্ঞান , ভূ - বিজ্ঞান , ফিশারীজ ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন ও প্রত্যেকটি বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ‘সি’ ইউনিটে কৃতকার্য শিক্ষার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তাদের পছন্দের বিষয় (সাবজেক্ট) সিলেকশন করার সুযোগ পাবে। তারপর চূড়ান্ত মেধাতালিকা ২৩ অক্টোবর প্রকাশ করা হবে এবং ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হবে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটের ভর্তি পরীক্ষায় ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও ৩৩ হাজার ৪৪৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ‘সি’ ইউনিটে আসন রয়েছে ১৬১২ টি।

৩৩ হাজার ৪৪৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ১৩৭৮৬জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী পাশ করেন। যেখানে ১৯৬৬১জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]