22885

২১ তারিখ থেকে টিকা পাবে জবি শিক্ষার্থীরা

২১ তারিখ থেকে টিকা পাবে জবি শিক্ষার্থীরা

2021-10-14 03:38:01

আগামী ২১ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক মেডিকেল সেন্টারে টীকা বুথ চালু করার প্রস্তুতি নেয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এদিন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে টিকা নিতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের প্রেক্ষিতে টীকা বুথ স্থাপনের জন্য তেজগাঁও হেল্থ কমপ্লেক্স থেকে আসা মেডিকেল টিম বিশ্ববিদ্যালয় আধুনিক মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগামী ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে টিকা কেন্দের উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক ড. মোঃ আইনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল, এছাড়াও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনে আসা থানা হেল্থ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ড. মো. এম ইসলাম বুলবুল বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম টিকা দেওয়ার জন্য যে সকল ফরমালিটি মেইনটেইন করা দরকার সেগুলোর জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয়। আরো কিছু কাজ আছে আমরা সেগুলো দ্রুত সম্পন্ন করব। আমরা আশা করছি ২১শে অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস থেকে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা।

এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম বলেন, আমরা ২১ তারিখ বিশ্ববিদ্যালয় দিবসে টীকা বুথ উদ্বোধনের চেষ্টা করছি। সকল শিক্ষার্থী যাতে করে টিকার আওতায় আসতে পারে সে লক্ষ্যে আমাদের এ পদক্ষেপ। বিশ্ববিদ্যালয় টীকা বুথ থেকে শিক্ষার্থীরা সিনেফার্ম টিকা নিতে পারবে। যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই তারা সরাসরি রেজিষ্ট্রেশন করে টিকা দিতে পারবে এছাড়াও যাদের দ্বিতীয় ডোজ বাকি তারা আবেদনের প্রেক্ষিতে টিকা দিতে পারবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]