22904

কুবিতে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৪ শতাংশ

কুবিতে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৪ শতাংশ

2021-10-17 21:49:05

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন প্রায় ৪ শতাংশ পরীক্ষার্থী।

রবিবার (১৭ অক্টোবর) বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানিয়েছেন 'ক' ইউনিটের আহ্বায়ক ড. দুলাল চন্দ্র নন্দী।

এসময় তিনি বলেন, সবার সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর কিছু হয়নি।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ' ক' ইউনিটে ২ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়। যা মোট পরীক্ষার্থীর ৯৫.৫৬ শতাংশ বা ৯৬ শতাংশ প্রায়। এছাড়া ১১১ জন পরীক্ষার্থী (৪ শতাংশ) অনুপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবনের ৫৪ টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রথমবারের মত শিক্ষার্থীদের দুর্ভোগ লাগব করতে ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রশ্নপত্র সংগ্রহ থেকে পরীক্ষা সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]