22941

ড. রেজা, নূর ও তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

ড. রেজা, নূর ও তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

2021-10-28 05:01:42

সাম্প্রদায়িক হামলায় মদদ ও ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধের অভিযোগে ড. রেজা কিবরিয়া, নুরুল হক নূর ও যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধের অভিযোগ এনে বুধবার বিকেলে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন।

এজাহারে বলা হয়েছে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দেখতে পাই, বিগত ১৫ই অক্টোবর, ২০২১ ইং তারিখে হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পুজা উৎসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক জঙ্গি ও সাম্প্রদায়িক সংগঠনের স্থানীয় কতিপয় নেতা বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে নূরুল হক নূর ও রেজা কিবরিয়ার নির্দেশে জেএমসেন হল সহ বিভিন্ন পূজা মন্ডপে হামলা চালায়। যাদের কেউ কেউ পরবর্তীতে গ্রেপ্তার হয়।

উক্ত ঘটনার পরপরই এবং অতীতে বিভিন্ন সময়ে যুব অধিকার পরিষদ এর যুগ্ন আহবায়ক তারেক রহমান ফেসবুকে লাইভ করে উক্ত ঘটনা অস্বীকার করে বলে যে, ঊহা ২০২০ সালের সিসিটিভি ফুটেজ। একই সাথে উক্ত ঘটনার আগে ও পরে লাইভ করে বলে যে, ”কোন দেশ যদি থাকে বিশ্বে ১ নং চিটিংবাজ তা হলো ভারত, যারা নিজেদের কোন আর্দশ নেই, এথিকাল পয়েন্ট নেই, এর সঙ্গে ও লাগাই, এ ওর স্ঙ্গে লাগাই, ধর্ম গ্রন্থ’ নয়, যেন চটি গ্রন্থ’ এইগুলা।” এ বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশের মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে ও উষ্কানি দিয়ে কুমিল্লা, চট্টগ্রামস্হ সারা দেশে মন্দীর হামলায় বিএনপি জামায়াতের কর্মীদের উষ্কে দিয়ে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।

আরো বলা হয়, গতকাল ২৬/১০/২০২১ইং তারিখে পল্টন জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের আহবায়ক নিষিদ্ধ সংগঠন জামাতের সঙ্গে জোট করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার ঘোষণা দিয়েছেন যা দেশের প্রচলিত আইন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এয়াড়াও নূরুল হক নূর চট্টগ্রামের জে এম সেন হলের পূজামন্ডপে হামলাকারীদের নিরপরাধ বলে বক্তব্য দিয়েছেন যা সাম্পদায়িক হামলাকে উস্কে দেওয়ার শামিল। বাংলাদেশে সাম্প্রতিককালের হিন্দু সংখ্যালঘুদের মন্দীরে হামলা, ভাঙচুরের নির্দেশ গোপনে নুরুল হক নূর, রেজা কিবরিয়া ও তারেক রহমান গং এর প্রত্যক্ষ নির্দেশ ও মদদে সম্পন্ন করায় এই ৩ জন আসামী সাম্পদায়িক হামলার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংঘটিত করেছে বিধায় মামলা রুজু করা আবশ্যক।

আবেদনে অভিযোগের স্বপক্ষে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের তথ্য প্রমাণ তুলে ধরেছেন বাদী।

তিনি বলেছেন, আমরা মনে করি এরা দেশে সাম্প্রদায়িক হামলা ও উস্কানীর মাধমে রাষ্ট্র বিরোধী কাজ করেছে। আরো অপরাধের তৎপরতা চালাচ্ছে। তাই আমরা মামলা করেছি। আবেদন গ্রহন করে থানা একজন এসআই‘কে তদন্তের দায়িত্ব দিয়েছে।

শাহবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মওদুদ হাওলাদার বলেছেন, হ্য তিন জনের বিরুদ্ধে একটা আবেদন জানানো হয়েছে। আমরা সেটিকে জিডি হিসাবে গ্রহন করে আইনী পদক্ষে নিচ্ছি। যেহেতু সাইবার ক্রাইম ইস্যু তাই নিয়ম অনুসারে আমরা উর্ধতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেব।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]