23046

সিকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সিকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

2021-11-21 03:28:27

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়(সিকৃবি) ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শনিবার (২০ নভেম্বর ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিনজন নেতার কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এই তিনজন হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কৃষি বিষয়ক সম্পাদক এস এম মাসুদুর রহমান মিঠু,উপ পাঠাগার বিষয়ক সম্পাদক শাহিন আলম,উপ নাট্য ও বিতর্ক সম্পাদক নাইমুর রহমান রানা। 

সিকৃবি ছাত্রলীক কমিটি বিলুপ্ত হওয়ায় পদ প্রত্যাসী ছাত্রলীগ নেতা,শরীফ হোসেন বলেন,যারা বঙ্গবন্ধুর আদর্শ মুখে ও মনে প্রাণে লালন করে, যাদের ক্যাম্পাসে অবস্থান আছে, যারা সবাইকে নিয়া দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে তাদের মাঝ থেকে যেন নেতৃত্ব আসে।

উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্রলীগের ২ সদস্যের ১ম কমিটি ২০১২ সালের ৬ ডিসেম্বর অনুমোদন দেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক ছিলেন ঝত্বিক দেব। ঐতিহ্যবাহী এ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে কয়েক বার পরিবর্তন হয়েছে। এই কমিটি অর্ধযুগের বেশি সময় পার করলেও নতুন নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে সিকৃবি ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা।কেন্দ্রীয় অনুমোদনের পর জুন মাসে ১২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কিমিটি ঘোষণা করেন সভাপতি - সেক্রেটারি। সঙ্গে সঙ্গে হলের ৪ টি কমিটিও ঘোষণা করা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]