23069

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়ল শিক্ষার্থীরা

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়ল শিক্ষার্থীরা

2021-11-24 03:22:38

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ-পাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে সায়েন্স ল্যাব মোড়ের রাস্তা ছেড়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

দাবি মেনে নেওয়া না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় আবারও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, টানা নয় দিনের মতো গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবিতে আন্দোলন চলছে। আজ মঙ্গলবার সকালে বকশীবাজার মোড়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেখান থেকে বেলা ১১টায় নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করে তারা।

বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]