23094

ঢাবিতে গান পরিবেশন করবেন নচিকেতা, উপস্থাপনায় পূর্ণিমা

ঢাবিতে গান পরিবেশন করবেন নচিকেতা, উপস্থাপনায় পূর্ণিমা

2021-11-28 10:43:44

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার রজতজয়ন্তীর অনুষ্ঠানে থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমা ও ভারতের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী।

আগামী ১৭ ডিসেম্বর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

শনিবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার।

১৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত। তিন পর্বের এই অনুষ্ঠানের সর্বশেষ পর্বে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি ভারতীয় শিল্পী নচিকেতা চক্রবর্তী ও তার দল গান পরিবেশন করবে। সঞ্চালনা করবেন চিত্রনায়িকা পূর্ণিমা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশে ব্যক্তি উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনার আয়োজন রাখা হয়েছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমএএ) সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

গেস্ট অফ অনার থাকবেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শিদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, ট্রেজারার শামসুল হক প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]