23120

করোনা বাড়লে আবারও বন্ধ হয়ে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

করোনা বাড়লে আবারও বন্ধ হয়ে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

2021-12-02 08:52:03

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবারও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘করোনাভাইরাস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা টিকা দেওয়া শুরু করেছি। এখন শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে। বর্তমানে করোনার নতুন আরেকটা ঢেউ আসছে। কাজেই যদি করোনা বিস্তার লাভ করে, তা হলে যে কোনো সময় আবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।’

বুধবার (১ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং জয়িতা টাওয়ার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। বাংলাদেশ শিশু একাডেমিতে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ এবং ধানমণ্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত হচ্ছে ‘জয়িতা টাওয়ার’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিক্ষার্থীদের আমি আরেকটা কথা বলবো, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন করোনার জন্য বন্ধ ছিল। এখন সব স্কুল-কলেজগুলো খুলে গেছে। সবাইকে এখন পড়াশোনা করতে হবে। যার যার স্কুলে ফিরে যেতে হবে।’

তিনি বলেন, ‘ভবিষ্যতের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের ছেলে-মেয়েদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। রাস্তায় নেমে গাড়ি ভাঙা ছাত্রদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। যারা দোষী অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে অনেক সতর্ক। সঙ্গে সঙ্গেই অপরাধীদের খুঁজে বের করা হয়েছে। তাছাড়া সবকিছুর ভিডিও ফুটেজ রয়েছে। যে কোনো সময় যে কোনো অপরাধ সংঘটনের ক্ষেত্রে তাদের ধরে ফেলা খুব একটা কঠিন কাজ নয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করেই সেটা করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে কেউ গাড়ি ভাংচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটালে, তাদের খুঁজে বের করা হবে, শাস্তি দেওয়া হবে। যে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, সে গাড়িতে যদি কেউ মারা যায়? এ কথাও মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি বলবো কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। গাড়ি চালকদেরকেও আমি বলবো তাদেরকেও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]