23150

শিক্ষার্থীদের পোশাক পরে উসকানি দিলেন একটি দলের নেত্রী

শিক্ষার্থীদের পোশাক পরে উসকানি দিলেন একটি দলের নেত্রী

2021-12-05 04:39:50

শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে চলমান নিরাপদ সড়ক আন্দোলনে অনুপ্রবেশ করে উসকানি দিয়েছেন একটি রাজনৈতিক দলের ঢাকা মহানগরের নেত্রী। ভিডিও ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ'র রোড শোয়ে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বাড়াতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ তিনটি স্থানে হয়েছে বিআরটিএ'র রোড শো। একদিকে হ্যান্ড মাইকে চালক, যাত্রী ও পথচারীদের আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। আরেকদিকে সড়কের মাঝে ঝুঁকি নিয়ে গাড়ি থামিয়ে লিফলেট বিতরণ ও স্টিকার সাঁটাচ্ছে বিআরটিএ।

এক পর্যায়ে আয়োজনে অংশ নেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। তাকে ঘিরে জটলা তৈরি করে বিআরটিএ'র লোকজন। এ অবস্থাতেই দুই-তিন মিনিট ধরে লিফলেট বিতরণ করেন মন্ত্রী।

এ সময় ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর পর বেশিরভাগ শিক্ষার্থী ঘরে ফিরে গেলেও কেবল রামপুরা এলাকাকে ঘিরে আন্দোলন চলছে। এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের বিষয়টি তদারকি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমেছে, তবে মৃত্যু বেড়েছে। মহাসড়কে তিন চাকার ধীরগতির গাড়ি চলাচল বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। এছাড়া শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হচ্ছে কি না, সেটিও তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।

রোড শোয়ের পাশেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে বাস চালকদের জরিমানা করেছে বিআরটিএ। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানোর কথা জানিয়েছে বিআরটিএ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]