23152

রাজশাহীতে সাধারণ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি

রাজশাহীতে সাধারণ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি

2021-12-05 10:04:23

শুধু ঢাকাতেই নয়, এবার হাফ ভাড়ার দাবিতে শিক্ষার নগরী রাজশাহীতেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার দাবি জানানো হয়। এছাড়া কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা দেশে কার্যকর করা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি জানান।

কর্মসূচিতে তারা ঢাকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই মানুষ দিশেহারা। তার ওপর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এ অবস্থায় সারাদেশের শিক্ষার্থীদের হাফ ভাড়া চাই। কেবল রাজধানী ঢাকা শহর নয়, শিক্ষানগর খ্যাত এ বিভাগীয় শহর রাজশাহীতেও হাফ ভাড়া কার্যকর করতে হবে। দাবি না মানলে কঠোর আন্দোলনের মাধ্যমে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা সভাপতি মোহাম্মদ আলী তোহা, যুব অধিকার পরিষদ মহানগর আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, সেক্রেটারি মো. নাঈম হোসেনসহ প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]