23209

আদালতে আবরারের বাবা

আদালতে আবরারের বাবা

2021-12-08 21:33:15

ছেলের হত্যার রায় শুনতে আদালতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। সকালে আদালত প্রাঙ্গণে এসে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে অবস্থান করছেন তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

রায় শুনতে কুষ্টিয়া থেকে আবরারের বাবা বরকত উল্লাহ গত সোমবার ঢাকায় এসেছেন। রায়ে তিনি মামলার সব আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন। একইসঙ্গে তার দাবি, এবার যেন কোনোভাবেই রায় ঘোষণার তারিখ আর না পেছানো হয়।

গতকাল মঙ্গরবার আবরারের বাবা বলেন, ‘ছেলে হত্যার রায় শুনতে গতকাল সোমবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকা এসেছি। এক আত্মীয়ের বাসায় উঠেছি। বুধবার রায় শুনতে সকালে আদালতে যাবো।’

তিনি বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, সবার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশা করছি। এবার যেন আর রায় ঘোষণার তারিখ না পেছানো হয়।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]