23229

আবেগের কারণে এই রায়, আসামির পরিবার

আবেগের কারণে এই রায়, আসামির পরিবার

2021-12-09 10:23:13

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসামিদের পরিবার। অভিযোগ তুলে তারা বলেন, ‘মানুষ মুখে মুখে তাদের আসামি বানিয়ে ফেলেছে।’

তারা বলেন, ‘মামলার প্রকৃত ফ্যাক্টগুলো মানুষ দেখতে চায়নি, বুঝতে চায়নি। সবার আবেগের কারণে আমাদের সন্তানদের এই সাজা দেওয়া হয়েছে।’

প্রশ্ন তুলে তারা আরও বলেন, হত্যার উদ্দেশে যদি এ ঘটনা হতো, তাহলে তারা আবরারের মরদেহ গুম করে ফেলত। কিন্তু তারা তো সেটা করেনি। একজন মানুষকে মারতে কি ২২ জনের প্রয়োজন হয়। মানুষের মাথায় কেন এ বিষয়গুলো ঢুকে না।

আবরার হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসামি মুহতাসিম ফুয়াদের বাবা আব্দুর তাহের বলেন, আমরা ন্যায্য বিচার পাইনি। জীবন তো শেষ। উচ্চ আদালতে আপিল করার সামর্থ্য নেই।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি তিন আসামি পলাতক। এরপর বেলা পৌনে ১২টায় তাদের এজলাসে তোলা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]