23270

ইনফ্লুয়েন্সার হতে চাকরি ছাড়ছেন ইলন মাস্ক!

ইনফ্লুয়েন্সার হতে চাকরি ছাড়ছেন ইলন মাস্ক!

2021-12-12 18:04:32

ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য নিজের চাকরি ছাড়ার চিন্তা করছেন টেসলা ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানান বিশ্বের সবচেয়ে এই ধনী ব্যক্তি।

নিজের অফিশিয়াল টুইটার পেজে তিনি লেখেন, ‘পূর্ণকালীন ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য আমার চাকরি ছাড়ার চিন্তা করছি। আপনি কী মনে করছেন।'

তবে এই টুইটের বিস্তারিত কিছু জানাননি মাস্ক। কী কারণে হঠাৎ এমন চিন্তা করছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই জনপ্রিয় ব্যক্তি, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

টেসলা মোটরস ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাস্ক।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com