23362

বর্ণাঢ্য আয়োজনে সিকৃবিতে বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে সিকৃবিতে বিজয় দিবস উদযাপন

2021-12-17 05:49:31

মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এর নেতৃত্বে এ বিজয় র্যালি বের হয়। র্যালি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।

বিজয় র‍্যালি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিকৃবি কেন্দ্রীয় শহীদ মিনার 'সূর্যালোকে বর্ণমালা' তে পুষ্পস্তবক অর্পণ করেন সিকৃবি উপাচার্য। পরবর্তিতে ক্রমান্বয়ে পুস্পস্তবক অর্পণ করেন প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা, শিক্ষক-শিক্ষিকারা, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রলীগের সব স্তরের নেতা কর্মী, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিকসহ অন্যান্য সংগঠন ।

এরপর সমাপনী বক্তব্যে সিকৃবি উপাচার্য বলেন, 'মহান বিজয় দিবসের শুভলগ্নে আমাদের সকল সামর্থ্য ও সদিচ্ছাকে সুসংহত করে দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।'

বক্তব্য শেষে প্রশাসনিক ভবনের উত্তর পার্শ্বস্থ খেলার মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকরর্তা, কর্মচারিদের আলাদা আলাদা খেলার আয়োজন করা হয়।

খেলা শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে সিকৃবি মেট্রোনম মিউজিকাল ক্লাবের 'বিজয়ের গান' শিরোনামে কনসার্ট আয়োজনের কথা রয়েছে। কনসার্টে ‘Axe Alpha’ এবং ‘বালিকণা’ নামক দুইটি ব্যান্ড মঞ্চ মাতাবে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]