23451

নবীনদের পদচারণায় মুখর রাবি ক্যাম্পাস

নবীনদের পদচারণায় মুখর রাবি ক্যাম্পাস

2021-12-22 21:12:57

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাবির ক্যাম্পাস। ক্যাম্পাসের চারদিকের গাঁদা, গোলাপ, রজনীগন্ধা ফুলের সৌরভে নবীনদের আগমণে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ক্যাম্পাসের প্রতিটা চত্বরে চত্বরে। তাদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস বইছে বাতাসে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আবেগ।

মঙ্গলবার ক্যাম্পাসে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ফুল ও কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেন নবীন শিক্ষার্থীদের। ফলে সকাল থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্যারিস রোডসহ বিভিন্ন বিভাগে দেখা যায় এই নবীনদের। হচ্ছে বড় ভাইদের সাথে পরিচয় এবং তাদের সঙ্গে বসে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আড্ডায় মেতে উঠেছেন নবাগাত শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

ক্যাম্পাসে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থী সজিব বলেন, আজকের দিনে উষ্ণতায় উদ্দীপিত হওয়ার প্রতিক্ষায় কেটেছে অনেক নির্ঘুম রাত। আজ সব বাধা বিঘ্নকে পেরিয়ে সেই অমৃত ক্ষণের সাক্ষাৎ পেলাম। অনেক আনন্দ অুভূত হচ্ছে। আজকের আগে পর্যন্ত যেটা অন্যর মুখে শুনে অনুপ্রেরণিত হয়েছি। এখন নিজে সরাসরি সেটা স্বাদ উপভোগ করছি। সত্যি ক্যাম্পাসের সব কিছুই সুন্দর লেগেছে বলে জানান এ শিক্ষার্থী।

রংপুর থেকে আগত তাসফিয়া আনান নামের এক নবীন শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার স্বপ্নের ক্যাম্পাস। এখানে ভর্তির সুযোগ পেয়ে সত্যিই অনেক আনন্দিত। চির সবুজ এ ক্যাম্পাস থেকে সফলতার সাথে শিক্ষা জীবন শেষ করতে চাই বলে জানান তিনি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান উল্লেখ করে দর্শন বিভাগের নবীন শিক্ষার্থী রবিউল বলেন, এ যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এদিনের জন্য অনেক প্রতীক্ষায় ছিলাম। ভালবাসার ক্যাম্পাসে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে বলে জানান এই শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, চিরসবুজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আজ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। যে আসনগুলো এখনও ফাঁকা আছে তা নির্ধারিত সময়ের মধ্যেই পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ প্রশাসক।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]