23549

যবিপ্রবির বাসে দুর্বৃত্তদের হামলা, চালকসহ আহত ৩

যবিপ্রবির বাসে দুর্বৃত্তদের হামলা, চালকসহ আহত ৩

2021-12-29 09:01:27

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কালীগঞ্জগামী বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দুলালমন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা যবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান জানান, ‘দুলালমন্দিয়ার কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেল বাসের সামনে দাঁড় করালে চালক বাসটি থামান। এরপর কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গাড়ির গ্লাস ভাঙচুর করে ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর শুরু করে। অল্প সময়ের মধ্যে এ হামলায় স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু তার সহযোগীদের নিয়ে হামলায় চালিয়ে ভাঙচুর চালায়।’

অভিযুক্ত কাউন্সিলর মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘হামলার ঘটনার অভিযোগ প্রক্রিয়াধীন। এ ঘটনায় লিটন নামের একজনকে আটক করা হয়েছে।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]