23691

শাবিপ্রবি ক্যাম্পাসেই করা যাবে এনআইডি নিবন্ধন

শাবিপ্রবি ক্যাম্পাসেই করা যাবে এনআইডি নিবন্ধন

2022-01-10 10:21:08

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এতে জাতীয় পরিচয়পত্র বিহীন শিক্ষার্থীরা আবেদনের ভিত্তিতে ক্যাম্পাসেই এনআইডি নিতে পারছেন।

রোববার (৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘করোনার টিকা দেওয়ার জন্য এনআইডি প্রয়োজন। আমাদের অনেক শিক্ষার্থীরই এনআইডি নেই। তাই আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার সঙ্গে সঙ্গেই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যার ফলে ক্যাম্পাসেই শিক্ষার্থীরা এনআইডি কার্ড করার সুযোগ পাচ্ছেন। আমি মনে করি শিক্ষার্থীদের এ সুযোগ নেওয়া উচিত।’

এসময় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন, প্রক্টর ড. আলমগীর কবির, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]