23700

বুটেক্সে অছাত্রদের হল ত্যাগের নির্দেশ

বুটেক্সে অছাত্রদের হল ত্যাগের নির্দেশ

2022-01-11 04:22:41

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অছাত্রদের জন্য নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১০ জানুয়ারি) সৈয়দ নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্রদের জন্য হলের প্রভোস্ট ড. আহমেদ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে বিষটি জানান হয়।

নোটিশে বলা হয়, এত দ্বারা সৈয়দ নজরুল ইসলাম হলের ৪০, ৪১ ও ৪২ তম ব্যাচের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের একাডেমিক সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে এবং অন্যান্য ব্যাচের এলোটমেন্ট ব্যতিত যাহারা হলে অবস্থান করছে তাদেরকে অন্য ১০/০১/২০২২ ইং তারিখ দুপুর ১২ টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান হল।

এতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে হল ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এর আগে, গতকাল রবিবার (বুটেক্স) শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভের পর মধ্যরাতে হলে হলে মহড়া দিয়েছে পুলিশ। এসময় হল প্রশাসনের উপস্থিতিতে জিএমএজি ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলে আনুমানিক রাত ৩টা থেকে তল্লাশি চালানো শুরু হয়। এতে হলগুলোর শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অছাত্র ও অননুমোদিত শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবার সকাল ১০টা রাত ১২টা পর্যন্ত অনলাইন পরীক্ষার নীতিমালা চেয়ে ভিসি, রেজিস্ট্রার ও ডিন কমিটিকে অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এছাড়া দিনভর ৫ দাবিতে বিক্ষোভে উত্তাল ছিল পুরো বুটেক্স ক্যাম্পাস।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com