23750

কিডনিজনিত রোগে জবি শিক্ষার্থীর মৃত্যু

কিডনিজনিত রোগে জবি শিক্ষার্থীর মৃত্যু

2022-01-14 00:19:49

কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী উম্মে নিসা জীম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উম্মে নিসা জীমের পিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জীম দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। একইসঙ্গে তিনি রক্তশূন্যতা, পায়ের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। ২০১১ সালে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর একটি হাসপাতালে প্রায় দেড় মাস কোমায় ছিলেন তিনি।

জানা যায়, অসুস্থ অবস্থায়ও দ্বিতীয় সেমিস্টারের দুইটি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন জীম। শারীরিক অবস্থার অবনতি হলে বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

এদিকে উম্মে নিসা জীমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। তার মৃত্যুতে এক সপ্তাহ পেছানো হয়েছে চলমান সেমিস্টার পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, জীম অনেকদিন অসুস্থ ছিলেন। ভর্তির পর থেকেই তার প্রতি আমাদের খেয়াল ছিল। কিন্তু সে এতো তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবতে পারিনি। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করছি। আমাদের বিভাগ সবসময়ই তাদের পাশে থাকবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]