23763

ওমিক্রন রোধে রাবি প্রশাসনের ১২ নির্দেশনা

ওমিক্রন রোধে রাবি প্রশাসনের ১২ নির্দেশনা

2022-01-14 09:18:14

ক্যাম্পাসে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ১২ দফা নির্দেশনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুসরণীয় নির্দেশনাগুলো হলো-সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করা, করোনার দুই ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক (প্রথমবর্ষের শিক্ষার্থীদের এক ডোজ আবশ্যক), টিকার সনদের কপি সঙ্গে রাখা; ক্যাম্পাস, দপ্তর, হল ও শ্রেণিকক্ষে অবস্থানকালীন নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা।

ওমিক্রন সংক্রমিত হলে দ্রুত হল প্রাধ্যক্ষ্য, বিভাগীয় সভাপতি অথবা রাবি চিকিৎসা কেন্দ্রে জানানো; সংক্রমণ দেখা দিলে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের আইসোলেশন এবং গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) পাঠানোর ব্যবস্থা করা; যেসব শিক্ষার্থী টিকা নেননি তাদের দ্রুততম সময়ের মধ্যে টিকা নেওয়া; ক্যাম্পাসে জনসমাগম ও বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের বাসে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা।

সারাদেশে ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট তাদের ক্যাম্পাসে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]