23774

অধ্যাপক সাঈদা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান ঢাবি উপাচার্য

অধ্যাপক সাঈদা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান ঢাবি উপাচার্য

2022-01-16 02:58:35

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদা গাফফারের অস্বাভাবিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে তিনি অধ্যাপক সাঈদা গাফফার হত্যার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তিনি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

৭১ বছর বয়সী অধ্যাপক সাঈদা গাফফার দুইদিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর থানার পাইনশাইল এলাকার শিক্ষক আবাসন প্রকল্পের ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে ঘটনার সঙ্গে জড়িত মো. আনোয়ারুল ইসলাম নামে এক রাজমিস্ত্রিকে গাইবান্ধা থেকে পুলিশ আটক করে। পুলিশ জানিয়েছে, নির্মাণ সামগ্রীর টাকা ছিনিয়ে নিতেই অধ্যাপক সাঈদা গাফফারকে শ্বাসরোধে হত্যা করেন রাজমিস্ত্রি আনোয়ারুল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]