23863

কুবিতে রেজিস্ট্রারকে অপসারণের দাবি, দফতরে তালা

কুবিতে রেজিস্ট্রারকে অপসারণের দাবি, দফতরে তালা

2022-01-20 20:41:36

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মো. আবু তাহেরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৯ জানুয়ারি) বিকাল থেকে এ নিয়ে উত্তাপ ছড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। শেষ পর্যন্ত রাত ৮টার দিকে রেজিস্ট্রার দফতরে তালা ঝুলিয়ে দেন তারা।

বুধবার সন্ধ্যায় অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতিসহ কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) কার্যালয়ে উপস্থিত হন। এ সময় রেজিস্ট্রারের সঙ্গে তাদের ব্যাপক উচ্চবাচ্য হয়। পরবর্তী সময়ে রেজিস্ট্রার তার কক্ষ থেকে বের হয়ে গেলে রেজিস্ট্রার দফতরে তালা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।

তালা দেওয়ার বিষয়ে জানতে তারা বলেন, আমরা রেজিস্ট্রার কার্যালয় তালা দিয়েছি যাতে এখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল নথিপত্র সরাতে না পারে।

আন্দোলনকরীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়েও দীর্ঘদিন তিনি দখলে রেখেছেন রেজিস্ট্রার পদটি। পদ নেওয়ার পর অন্যান্য কর্মকর্তাদের মতো নিয়মিত অফিস করতেও দেখা যায় না তাকে। নিজের বানানো সাপ্তাহিক রুটিন মোতাবেক অফিস করেন তিনি। এছাড়া নিজের খেয়াল খুশি মতো নিজের পছন্দের লোককে প্রমোশন দিয়েছেন আবার অনেকের প্রমোশন আটকেও রেখেছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]