23869

সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

2022-01-21 01:24:14

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বিভাগীয় সভাপতি, ডিন এবং ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আপাতত ক্লাস-পরীক্ষা বন্ধ হচ্ছে না।আমরা অনলাইনে নয়, সশরীরে ক্লাস ও পরীক্ষা চালু রাখছি। তবে কোনো বিভাগ অনলাইনে ক্লাস নিতে চাইলে সেটি বিভাগের অ্যাকাডেমিক কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। চলমান পরীক্ষাগুলো চলবে এবং সেগুলো সশরীরেই হবে।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানায়।

গত দুই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬৮ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]