23872

শীতে অসহায় মানুষের পাশে 'উষ্ণতা'

শীতে অসহায় মানুষের পাশে 'উষ্ণতা'

2022-01-21 04:06:38

শীতকাল মানেই যে শুধু বাহারী রঙের পোশাক, নানানরকম উৎসব আর বাতাসে হরেকরকম পিঠাপুলির গন্ধ তা নয়। এই কংক্রিটের শহরের ফুটপাত আর বস্তিতে বসবাসরত মানুষগুলোর কাছে প্রতি বছর শীত আসে এক ভিন্ন রুপে। সে রুপে নেই কোনো উৎসবের হইচই, নেই কোনো বাহারী রঙ।

সেসকল অসহায়, সুবিধাবঞ্চিত মানুষগুলোর মাঝে এই শীতে একটু উষ্ণতা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৭ জানুয়ারি, ২০২২ নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছিল “উষ্ণতা” নামে শীতবস্ত্র বিতরণী কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে নতুন ১০০০টি কম্বল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও অন্যান্য সদস্যদের কাছ থেকে সংগৃহীত শীতবস্ত্র বসুন্ধরা আবাসিক এলাকার আশেপাশে ফুটপাতে ও বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের দরিদ্র কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।

এই কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিন ডিরেক্টর মেজর জেনারেল আজমল কবির (অব.), স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. গৌর গোবিন্দ গোস্বামী এবং রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।

এই কর্মসূচি সম্পর্কে ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট আহম্মেদ তাহমীদ জামান বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব নানানরকম সামাজিক কার্যক্রম দ্বারা সর্বদা আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। এই শীতে শহরের গৃহহীন হতদরিদ্র মানুষগুলোর মাঝে একটু উষ্ণতা পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ‘উষ্ণতা’” ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]