23877

ঢাবির হলে হলে সভাপতি-সেক্রেটারি হতে চান যারা

ঢাবির হলে হলে সভাপতি-সেক্রেটারি হতে চান যারা

2022-01-21 14:45:00

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সমন্বিত সম্মেলন। এর কয়েকদিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। হল কমিটির অপেক্ষায় প্রহর গুণছেন পদপ্রার্থীরা। হল নেতা হতে বায়োডাটা জমা দিয়েছেন ৩৩০ জন। এরমধ্যে নেতা হতে পারবেন  ১৮টি হলে মাত্র ৩৬জন। পদবঞ্চিত বাকিদেরকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে পদায়ন করা হবে বলে সাধারণ সভায় জানিয়েছেন সঞ্জিত চন্দ্র দাস। 

একনজরে দেখে নেয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কারা হতে চান সভাপতি ও সাধারণ সম্পাদক। আজ থাকছে ৪টি হলের তালিকা...

জাতির জনক বঙ্গবন্ধু হল- মাহবুব তিনি লেখক ভট্টাচার্যের অনুসারী, শান্ত তিনি সঞ্জিত চন্দ্র দাস এর অনুসারী।  অন্যান্য প্রার্থীরা হলেন শাকিল ও সিফাত -(জয়) /শাখাওয়াত, তানসেন, ইসরাফিল-(লেখক) এবং গালিব ও পিয়াস - সাদ্দামের অনুসারী।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- সুবায়েল তিনি আল নাহিয়ান খান জয়ের অনুসারী। হাসিবুল হোসেন শান্ত তিনি লেখক ভট্টাচার্যের অনুসারী । মোঃ আজহারুল ইসলাম তিনি সঞ্জিত চন্দ্র দাস এর অনুসারী। অনিক লেখকের অনুসারী এবং মুরাদ-সাদ্দামের অনুসারী। 

আরও পড়ুনঃ ঢাবির ছাত্রী হলগুলোতে নেত্রী হতে চান যারা

বিজয় একাত্তর হল- সজীব তিনি সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী, রাজিব তিনি লেখক ভট্টাচার্যের অনুসারী। অন্য পদপ্রার্থীরা হলেন, হারুন, তরিকুল, আব্বাস-(জয়) /নিশান,ফাহিম, লিখন-(লেখক) ইউনুছ, রবিউল- সাদ্দামের অনুসারী। 

পল্লী কবি জসিমউদ্দিন হল- বাদল তিনি সাদ্দাম হোসেনের অনুসারী,  সুমন তিনি জয়ের অনুসারী,  নাসির তিনি লেখক ভট্টাচার্যের অনুসারী। অন্যরা হলেন, নোমান-(জয়) / লুতফুর, নাসির-(লেখক) ইমাম-(সনজিত)/ ফরহাদ, ইমরান- সাদ্দামের অনুসারী।

ইতিমধ্যেই শীর্ষ চার নেতা বিভিন্ন হলের নেতাকর্মীদের নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন এবং নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করছেন বলে জানা গেছে। 

২১ জানুয়ারি এই চারটি হলে ছাত্রলীগের কর্মীসভা।

রবিবার পরবর্তী সংবাদে দেখুন অন্যান্য হল ...

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]