23893

শাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবিতে অনশন

শাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবিতে অনশন

2022-01-23 03:56:03

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে প্রতীকী অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় শহীদ মিনার পাদদেশে এ অনশন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় অনশনকারীরা ‘বিকৃত নারীবিদ্বেষী শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই’, ‘শিক্ষার্থীদের ওপর অজ্ঞাতনামা মামলা দেওয়ার অপকৌশল বন্ধ করা হোক’, ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার বিচার কর’, ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশে জাহাঙ্গীরনগর’ প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এর আগে একই দাবিতে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে ‘জাবি, চোখ খোলো!’ শিরোনামে লিখিতভাবে ক্যাম্পাসে হয়রানির অভিজ্ঞতা বিনিময় করেন শিক্ষার্থীরা।

নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী হিমিকা আমিন অভিজ্ঞতা বর্ণনায় লিখেছেন, ‘ক্যাম্পাসের যেকোনো জায়গায় ধূমপান করলে অনেক ছেলেই উল্টাপাল্টা মন্তব্য করে। বিশ্রীভাবে তাকিয়ে থাকে।’

প্রত্নতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সুপর্না লিখেছেন, ‘আমাদের সমাজে মেয়েদের শুধুমাত্র মায়ের জায়গা থেকে চিন্তা করা হয়ে থাকে। তাই ধরে নেওয়া হয় সে ধূমপান, মদপান করবে না বা তাকে মানায় না। ক্যাম্পাসে ধূমপান করতে গিয়ে তাই মেয়েদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে দেখেছি এবং চরিত্র নিয়ে বাজে মন্তব্য করতে দেখেছি আশেপাশের সবাইকে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাবিপ্রবির উপাচার্যের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্রতিবাদ করে আসছেন শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]