23920

পবিপ্রবিতে পরীক্ষা সশরীরে, ক্লাস অনলাইনে

পবিপ্রবিতে পরীক্ষা সশরীরে, ক্লাস অনলাইনে

2022-01-25 03:51:26

করোনাভাইরাস প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়(পবিপ্রবি)। তবে স্বাস্থ্যবিধি মেনে

আবাসিক হলসমূহ খোলা থাকবে এবং চলমান পরীক্ষাসমূহ চলমান থাকবে।

এমনটি জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মো. কামরুল ইসলাম।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে ২২ ফেব্রুয়ারি
থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন এবং
বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ নিজ অনুরূপ সিদ্ধান্ত নিতে বলেন। সেই আলোকে ২৩ ফেব্রুয়ারি
(রবিবার) বিশ্ববিদ্যালয়টির ডিন কাউন্সিলের জরুরি সভায় সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]