23975

তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি

তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি

2022-01-28 21:37:13

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় তিন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বৃত্তির জন্য এই তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আবেদনপত্র চাওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তাঁদের সেশন হতে হবে ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই লিংকের http://estipend.pmeat.gov.bd মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com