24032

আজ থেকে পশ্চিমবঙ্গে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আজ থেকে পশ্চিমবঙ্গে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

2022-02-03 19:00:37

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। এর আগে গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জীবাণুমুক্ত করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে শ্রেণিকক্ষে গিয়ে ক্লাস করতে পারবেন। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু থাকবে এলাকাভিত্তিক ‘পাড়ায় শিক্ষালয়’। শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালু হলেও আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকছে বিধিনিষেধ।

পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণাংশু মিশ্র জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদে শিক্ষার্থীরা বেশ খুশি। আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা। শিক্ষার্থীদের উপস্থিতিতে এবারের পূজা বেশ জমবে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, অনেক দিন ধরে বিধিনিষেধ চলছে। যদি সারা বছরই এমন চলতে থাকে তাহলে মানুষের জীবনটাই অন্ধকারে ডুবে যাবে। আর জীবন না চললে জীবিকাই বা কীভাবে চলবে। আর মানুষের যদি কর্মক্ষমতা, ক্রয়ক্ষমতা না থাকে, শিল্প চালু না থাকে, কর্মসংস্থানের সুযোগ না থাকে তবে সবকিছু থমকে যাবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:campustimes77@gmail.com